Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃষি তথ্য সার্ভিস

১.১প্রযুক্তি সহায়তা

  • কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তিসমূহ কৃষকদের নিকট হস্তান্তর(Technology Transfer)।
  • প্রদর্শনী প্লট স্হাপন, মাঠদিবস উদযাপন,  কৃষিপ্রযুক্তিমেলা, উদ্বুদ্ধকরণ ভ্রমন ইত্যাদি।

১.মানসম্মত বীজ উৎপাদনে সহায়তা করা

  • নির্ধারিত প্রগতিশীল চাষীদের মাধ্যমে উন্নতমানের বীজ প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান, উৎপাদিত বীজ সঠিকভাবে সংরক্ষণ এবং অন্যান্য চাষীদের মাঝে বিতরণের ব্যবস্হা করা।

১.কৃষি ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান

  • সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান হতে কৃষিঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান।
  • কৃষিঋণ প্রাপ্তির অনুকূলে ফসল উৎপাদন পরিকল্পনা প্রনয়ণে সহায়তা প্রদান।
  • ঋণ বিষয়ক সুবিধাদি এবং প্রযোজ্য সুদের হার বিষয়ে কৃষকদের অবহিত করা।

১.কৃষি তথ্য যোগাযোগ প্রযুক্তি সহায়তা

  • কৃষি বিষয়ক যেকোন তথ্য, পরামর্শ এবং প্রযুক্তি কৃষিকর্মী, কৃষক এবং সাধারণ জনগণের মধ্যে পৌঁছানো।

১.সমন্বিত সম্প্রসারণ সেবা প্রদান

  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বিভিন্ন সরকারী, বেসরকারী ও গবেষণা সংস্হার সাথে সমন্বয় সাধনের মাধ্যমে সম্প্রসারণ সেবাপ্রদান।

১.প্রশিক্ষণ প্রদান

  • কৃষি বিষয়ক উন্নত প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান।

১.কৃষি পুনবার্সনে সহায়তা

  • বন্যা, খরা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে কৃষি উপকরণ সহায়তা প্রদান।

২.কৃষিভর্তুকি

কৃষিতে ভর্তুকি  ও উৎপাদনে সহায়তা প্রদান

  • কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকরণাদি কৃষকের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য এবং উৎপাদন খরচ কমানোর জন্য বিভিন্ন সময় সরকারের দেয়া ভর্তুকি উপকরণাদি কৃষকদের মধ্যে বিতরণ।

০৩ সার ডিলার নিয়োগ বালাইনাশকের লাইসেন্স প্রদান

৩.১সার ডিলার ও খুচরা সার বিক্রেতা নিয়োগ 

  • প্রতিটি ইউনিয়ন হতে এক(০১) জন BCIC সারের ডিলার ও প্রতি ওয়ার্ডে এক(০১) জন খুচরা সারবিক্রেতা নিয়োগের ব্যবস্থা করা হয়।

৩.২ বালাইনাশকের খুচরা ও পাইকারী বিক্রেতার লাইসেন্স প্রদান 

৪.0 সারমনিটরিং

৪.১ ন্যায়্যমূল্যে ভেজালমুক্ত সার চাষীদের দোড়গোড়ায় পৌছানোর জন্য যথাযথ পদক্ষেপ গ্রহন।

৪.১.১ফসলের প্রয়োজন অনুসারে সারের সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থপনা।

৪.বালাইনাশক মনিটরিং

◊ বালাইনাশকের মান ও বাজার নিয়ন্ত্রণ।

◊  ভেজাল বালাইনাশকের নমুনা সংগ্রহ ও পরীক্ষাগারে প্রেরণপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন।

৫. ফসল উৎপাদন বৃদ্ধিকল্পে উদ্বুদ্ধকরণ কর্মসূচী

৫.১ LCC ব্যবহার

  • লীফ কালার চার্ট ব্যবহার করে ধান ফসলে সঠিক মাত্রায় ইউরিয়া সারের ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান।

৫.গুটি ইউরিয়া ব্যবহার 

◊  গুটিইউরিয়া প্রয়োগ করে ধান ফসলে ইউরিয়া সার সাশ্রয়ে কৃষকদের পরামর্শ প্রদান

৫.মাটির স্বাস্হ্য সংরক্ষণ

  • মাটির স্বাস্হ্য সেবায় সুষম সার প্রয়োগ, জৈবসার প্রয়োগ ও শস্যপযার্য় বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান ও সহায়তা করা।
  • মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনষ্টিটিউট এর পরীক্ষাগার ও ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে কৃষকের মাটি  পরীক্ষাপূর্বক ফসল ভিত্তিক সারের মাত্রা নির্ধারণ করে সার প্রয়োগের সুপারিশ প্রদান।
  • জৈবকম্পোষ্ট, ভার্মিকম্পোষ্ট, খামারজাতসারপ্রস্তুতওব্যবহারেকৃষকদেরকেপ্রয়োজনীয়কারিগরীসহায়তাপ্রদান

 ৫.সমন্বিত বালাই ব্যবস্হাপনা

  • আইপিএম ও আইসিএম ক্লাবের মাধ্যমে পরিবেশসম্মত উপায়ে ফসলের রোগ ও পোকামাকড় দমনে কার্যকরী প্রশিক্ষণ ও পরামর্শপ্রদান।

৬.০ সেচ ব্যবস্হাপনা

  • সেচ ব্যবস্থাপনা প্রযুক্তির উপর প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান।
  • সেচ কাজে ভূপরিস্থ পানি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ ধকরা।
  • পানি প্রয়োগে AWD(Alternate Wet & Dry) প্র্রযুক্তি ব্যবহারে কৃষকদেরকে পরামর্শ প্রদান।

৭.প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পরামর্শ প্রদান

৮.বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ

  • কৃষক/কৃষাণীদের বসতবাড়ীর আঙ্গিনায় সবজি চাষ ব্যবস্হাপনায় প্রয়োজনীয়  পরামর্শ প্রদান।

৯.ফলবাগান সৃজন ও  ব্যবস্হাপনা

  • উন্নতজাতের দেশী ও বিদেশী ফলের বাগান সৃজনে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও প্রয়োজনীয়  পরামর্শপ্রদান।
  • ফল বাগান ব্যবস্থাপনায় কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান।

১০.আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার

আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম খরচে অধিক উৎপাদন করে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়েন সহায়তা করা।

প্রয়োজনীয় লিংক

www.ais.gov.bd